২৪ ঘণ্টা লাইভ সংবাদাতা / রাজিব গুপ্তা / ব্যারাকপুর/ ২৫ জানুয়ারি ২০২৩: কল্যাণী হাই রোডের ধারে সদ্য গজিয়ে উঠা কিছু হোটেল কাম বার হয় পড়েছে সমস্ত রকম বেআইনি বা অসাধু কার্যকলাপের সুরক্ষিত স্থান ।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এখানে সারাদিন ব্যাপী লেগে থাকে অল্পবয়সী মেয়েছেলেদের আসাযাওয়া ।

এখানে না কি টাকার বিনিময় পাওয়া যায় সমস্ত কিছু । চলে মদ সহ বিভিন্ন নেশাভাং এর আসার ।

সম্প্রতি কিছু মাস পূর্বে আমরা দেখিয়েছিলাম এই স্টার নামক হোটেলে আশ্রয় নিয়ে থাকা এক দর্জন সমাজবিরোধীদের গ্রেফতার করে নিয়ে যায় গোয়েন্দা সংস্থা ।

আজ আবার সেই হোটেলের ১০৫ নাং কামরার বাথরুম থেকে উদ্ধার হয় প্রায় ২৬ থেকে ২৮ বছর বয়সী মহিলার গলায় দড়ি দেওয়া দেহ ।
হোটেল কতৃপক্ষ কিছু স্পষ্ট না বললেও বিশ্বস্ত সূত্রের মারফত জানা গিয়েছে সোমা মণ্ডল নামের এই মহিলার বাড়ি হলো কুচবিহারে ।

সে না কি বিগত ১ মাস যাবত থাকছেন এই হোটেলে, কি কারণে তার এই হোটেলে বাস তা কেউ জানেনা ।

এমন কি তার সাথে এই কামরায় আবার থাকতেন দুজন পুরুষ ও । তাদের সাথে কি সম্পর্ক তাও জানেন না হোটেল কতৃপক্ষ ।

তবে আজ হটাৎ তার মৃতদেহ পাওয়া গেলে উঠে নানান্ন প্রশ্ন ।

যেঠিয়া থানা দ্বারা উদ্ধার করা দেহ এক নজরে দেখে কোনো ভাবে মনে হলো না জে এটি আত্মহত্যা ।

এমনিতেও অঞ্চলের সমস্ত হোটেলের মধ্যে এই হোটেলের বিষয় ভীষণ খারাপ অভিজ্ঞ্যতা রয়ছে মানুষের ।

এখানে কখনো কখনো রাত ভর মদ্যপ অবস্থায় মেয়ে ছেলেরা তাণ্ডব দেখা যায় বলে জানালেন স্থানীয়রা ।

ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন ACP বীজপুর এবং OC জেঠিয়া, অবশ্যই তদন্তে নেমেছে পুলিশ ।