২৪ ঘণ্টা লাইভ সংবাদ দাতা / শুভম রায় / হালিশহর/ ৯ সেপ্টেম্বর : একদিকে রাস্তায় চলাচলের জন্য বিভিন্ন জায়গায় রাস্তা চৌরা করার উঠছে দাবি । অন্যদিকে বেকারত্বের দোহাই দিয়ে রাস্তার ধারে সরকারি জমি ঘিরে অনেক জায়গায় চলছে পাকা দোকান ঘর নির্মাণের কাজ ।

এতেই দিনের পর দিন সংকীর্ণ হয়ে চলেছে রাস্তা । ঘটছে একের পর এক পথ দুর্ঘটনা । বর্তমানে কাঁচরাপাড়া ও হালিশহর এর সংযোগকারী রাস্তা ওয়ার্কশপ রোড এ দেখা যাচ্ছে সব থেকে বেশি রাস্তার জমি দখলদারির সমস্যা ।

এই রাস্তাটি হলো কাঁচরাপাড়া চড়কতলা মোড় থেকে শুরু করে শেষ হচ্ছে হালিশহর ৪ নাং ওয়ার্ডের তেতুল তালা মোড়ে ।

হালিশহর ৪ নাং ওয়ার্ড অন্তর্ভুক্ত এই রাস্তার উপর রয়ছে ITI কলেজ। কলেজের সামনেই এক দিকে রাস্তার উপর ফেলা থাকছে পাথর – বালি ইত্যাদি ।

অন্যদিকে ব্যস্ততম এই রাস্তার পাশের জামিগুলি তে দিন প্রতিদিন যে ভাবে দখল হচ্ছে তাতে বেশি দিন নেই যখন এই রাস্তায় কোনো আপৎকালীন পরিস্থিতি তে গাড়ি ওভারটেক করতে গেলে হয়তো আটকে পড়বেন কিংবা হবেন দুর্ঘটনার শিকার ।

বিগত কদিন ধরে এই রাস্তার উপর ফাঁসি তালা মোড়ের নিকট দেখা যাচ্ছে নতুন করে বড় একটি জায়গা বেআইনি ভাবে ঘিরে চলছে স্থাই দোকান তৈরির কাজ ।

এবার প্রশ্ন যে এতে কার মদত বা প্রশ্রয় রয়ছে ? সরকারি জমি দখল হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব কার ? পুলিশের না কি পৌরসভার ?
এই বিষয় আমরা স্থানীয় পার্ষদ কে অবগত করলে সাথে সাথে তিনি পৌঁছে জান ঘটনা স্থলে ।

সেখানে দখলদারির এবং এই বেআইনি কাজ বন্ধ করে দেওয়ার সাফ নির্দেশ দিলেন মৃত্যুঞ্জয় দাস।

তিনি আমাদের জানালেন সেই কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং ভবিষ্যতে পুনরায় এই কাজ করলে পৌরসভা কে জানিয়ে দেওয়া হবে তথা আইনি ব্যবস্থা ও নেওয়া হতে পারে ।

এবার দেখার বিষয় তার নির্দেশ রক্ষা হচ্ছে কি না, এবং বেআইনি ভাবে স্থায়ী নির্মাণ বন্ধ থাকছে না চালু হয় যাচ্ছে ।