হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মৃত্যুঞ্জয় দাস

0
34

২৪ ঘণ্টা লাইভ সংবাদ দাতা / রাজিব গুপ্তা/ ব্যারাকপুর / ১ আগস্ট ২০২৩ : নিজের সম্পূর্ন যৌবন টা ব্যতীত করলেন মানুষের সেবায়, তাই দেখা গেলো অসুস্থতার খবর পেয়ে ঘনিষ্ট থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে ছিলেন তার পাশে ।

Add : SHILPA’S

জানা গিয়েছে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বাড়তেই, নিজের ওয়ার্ডের জেনি প্রস্তুতি নিয়ে রাস্তা ঘাট এবং ড্রেন পরিষ্কারের জন্য কএকদিন আগে পৌর কর্মীদের সাথে নিয়ে অসুস্থতার মধ্যেও নেমে পড়েন ওয়ার্ডে সাফাই এর কাজে ।

Add : Ganesh Seth

সেখানেই বৃষ্টি তে ভিজে গিয়ে আরো অসুস্থ হয় পড়েন হালিশহর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস । সাধারণ মানুষের আদলে ২৯ জুলাই তাকে ভর্তি করানো হয় কল্যাণী JNM হাসপাতালে।

Add : R Chandra Jrs

জানা গিয়েছে গুরুতর অবস্থায় প্রথমে তাকে সাধারণ বিভাগে বেড নং ৫৭ তে ভর্তি করাতে হয় তথা পরবর্তী তে ডাক্তারের পরামর্শে ICU বেড খালি হওয়ার পর তাকে সেখানে শিফট করা হয় ।

Add : Lokenathপ্রতিনিয়ত তার স্বাস্থের খোঁজ নিয়েছেন হালিশহরের পৌর প্রধান শুভংকর ঘোষ,কল্যাণী পৌরসভার উপ প্রধান বলরাম মাঝি, কাঁচরাপাড়া পৌর প্রধান কমল অধিকারি, হালিশহর উপ প্রধান হিমানিষ ভট্টাচার্য সমেত অন্যান্য কাউন্সিলার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।

Add: খেলা দিবস

তার উচ্চতম চিকিৎসার জন্য সহযোগী হতে চেয়ে ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী, তবে সাধারণ মানুষের মত সরকারি পরিসেবাতেই বিশ্বাস রাখলেন তিনি ।

Add : Gita Construction

পয়লা আগস্ট সুস্থ হয় বাড়ি ফিরে সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের ধন্যবাদ জানালেন এবং আপাতত বাড়িতে  বিশ্রামে থাকলেও মানুষের পরিসেবা অব্যাহত রেখেছেন তিনি ।

Add : Universal School

গতকাল বাগমোড় সৃজনী পক্ষ থেকে আয়োজিত প্রয়াত নিরঞ্জন কুশারির সম্মরণ সভা তেও দেখা গেছে তাকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here