আজ ছাতনা থানার অন্তর্গত ধবন মোড়ে ড্রোনের সাহায্যে জীবাণুমুক্তকরণ করা হলো।

0
157

নরেশ ভকত:::২৪ঘন্টা লাইভ ::১১ই জুন :: বাঁকুড়া :: করণা অতিমারি দ্বিতীয় ঢেউ ভারত বিপর্যস্ত করোনা। সতর্কতাঃ বিধি মেনে লকডাউন ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই। এই করোনা ভাইরাস প্রতিরোধে একটি অত্যন্ত জরুরী জিনিস হল জীবাণুমুক্তকরণ করা। সেই উদ্দেশ্যে আজ ছাতনা থানার অন্তর্গত ধবন মোড়ে ড্রোনের সাহায্যে জীবাণুমুক্তকরণ করা হলো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুভাষ সরকার এর তত্ত্বাবধানে, বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যনারায়ন মুখার্জি তদারকিতেই জীবাণুমুক্তকরণ অনুষ্ঠান সম্পন্ন হল।

সুভাষ বাবু জানান এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং অবশ্যই মাক্স পড়তে হবে। বাজার এলাকাতে যেসব জিনিসপত্র আছে সেগুলিকে সেনিটাইজেশন করার জন্যই এই ব্যবস্থা।ছাতনা বিধানসভার বিধায়ক সত্য নারায়ণ মুখার্জি জানান তৃণমূলের দাদাগিরিতে সাধারণ মানুষরা ভ্যাকসিন পাচ্ছেন না শুধুমাত্র তৃণমূলের পার্টির লোকেরা ভ্যাকসিন পাচ্ছে তাই তিনি এ বিষয়ে খতিয়ে দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here