আজ শিলিগুড়িতে সি আই টি ইউ’র ডাকে বিক্ষোভ মিছিল এবং সাংবাদিক বৈঠক করা হয় ।

0
275

রবিন সাহা :: ২৪ ঘন্টা লাইভ :: ৮ই,নভেম্বর :: শিলিগুড়ি :: আজ শিলিগুড়ি সি আই টি ইউ পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে ও এ ছাড়া আয়করের আওতাভুক্ত নয় এমন সমস্ত পরিবারকে মাসে নগদ সাড়ে 7 হাজার টাকা করে দিতে হবে ও আরো বলেন এই সমস্ত পরিবারকে মাসে মাথা পিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে ও গ্রামীণ রেগা 200 দিনের কাজ নিশ্চিত করার জন্য একটি মিছিল আয়োজিত করা হয় । তাঁদের দাবি এই কাজ শহরেও চালু করতে হবে ।এছাড়া রাষ্ট্রায়ও্ব শিল্প সংস্থার ঢালাও বেসরকারীকরণ বন্ধ করতে হবে।

বিভিন্ন রাষ্ট্রায়ও্ব সরকরী সংস্থায় চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক অবসর বাতিল করতে হবে। আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ শিলিগুড়ি সি আই টি ইউ অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন সিটু নেতারা ।তাঁরা বলেন 26 শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতে রাজ্যের সমস্ত কেন্দ্রর ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে কলকাতায় আয়োজিত রাজ্য সংগঠনগুলিকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সি আই টি ইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক ওএ ছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ সদস্যরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here