আফগানিস্তানে কাজে গিয়ে আটকে পড়েছেন বারাসত এর বাসিন্দা শুভঙ্কর – দুশ্চিন্তায় পরিবার

0
147
Adv
Adv : Keshari Light House

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৯সে আগস্ট :: বারাসাত :: আফগানিস্তান কাজে গিয়ে আটকে গেছে বারাসত নপাড়া বাসিন্দা শুভঙ্কর তালুকদার।পরিবার দুশ্চিন্তায় থাকলেও ছেলের সাথে কথা হওয়ায় কিছুটা দুশ্চিন্তামুক্ত।কর্মক্ষেত্রে তার আফগানিস্তানে যাওয়া, আর তারপরেই এই দুর্ঘটনা।বাবা স্বপন তালুকদার জানান তার সাথে বুধবার  সন্ধ্যায় কথা হয়েছে |ছেলে শুভঙ্কর নিরাপদে আছে,বিমান যোগাযোগ পাওয়া যাচ্ছে না বলে ভারতে ফেরার কোন সঠিক দিন বলতে পারছে না।তবে প্লেন পেলেই শুভঙ্কর বাড়ি ফিরতে পারবে।একসাথে তারা ৫০ থেকে ৬০ জন আছে,যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়।দেশের প্রধানমন্ত্রীর পরে অগাধ বিশ্বাস স্বপন বাবুর।

Advertisement

ছেলে আমেরিকান কোম্পানিতে কাজ করে। চার মাসে শুভঙ্কর গেছে আফগানিস্তানে,তারপর এই ঘটনা।মা ভেঙে পড়েছে, ছেলে যতক্ষণ না ফিরছে দুশ্চিন্তার মধ্যে রয়েছে।তবে বাবা মা র এতটুকু শান্তি,ছেলে নিরাপদে আছে।তবে ঠিকমত খাওয়া হচ্ছে না,কিছুই ওখানে পাওয়া যাচ্ছে না বলে জানান শুভঙ্কর।তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি।শুভঙ্কর জানায় প্লেন পেলেই সে বাড়ি ফিরবে, দুদিন লাগতে পারে আবার তা দশদিনও লাগতে পারে।আগামী ২৪ তারিখ প্লেন পাওয়ার একটা সম্ভাবনা আছে বলে জানায় শুভঙ্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here