আবারও উত্তাল বাংলাদেশ! চাকরি জাতীয়করণের দাবিতে সংঘর্ষ, নামল সেনা, ঝরল রক্ত

0
31

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২৬ আগস্ট ২০২৪; হাড়হিম করা জঙ্গি হামলা পাকিস্তানে। বাস থামিয়ে বেছে বেছে যাত্রীদের গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা।

Panch foro

জঙ্গি হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতেরা সকলেই পাকিস্তানের পঞ্জাব অঞ্চলের বাসিন্দা। জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই পথে আসা বাস ও ট্রাকগুলিও।

Add
Archana Diagnostic

ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সোমবার সকালে নারকীয় ঘটনাটি ঘটেছে বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায়।

Standard Glass House

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সকালে মুসাখাইল জেলার রারাশাম এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে একাধিক বাস থামায় জঙ্গিরা। প্রথমে বাস থেকে যাত্রীদের নামায়।

এরপর, সকলের পরিচয়পত্র দেখে বেছে বেছে ২৩ জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হামলার নেপথ্যে কী কারণ, তা এখনও জানা যায়নি।

কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনা শুনেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

তারা জানিয়েছে, ২৩ জন যাত্রীকে গুলি করে হত্যার পর পরপর দশটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে ওই সড়কটি বন্ধ রয়েছে।

Add : Subham Medica

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রী মহসিন নকভি এই হামলাকে “বর্বর” বলে অভিহিত করেছেন।

Add : R Chandra Jrs

দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জঙ্গিদের এই বর্বরতার তীব্র নিন্দা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here