আবার উত্তাল দিল্লী এবার অবরুদ্ধ দিল্লির জাফরাবাদ – CAA-র প্রতিবাদে জমায়েত

0
559

কুমার পঙ্কজ ::২৪ ঘন্টা লাইভ : : ২৩শে,ফেব্রুয়ারি ::নয়াদিল্লি ::  আবার জেগে উঠল দিল্লী । সিএএ বিরোধী আন্দোলন। দিল্লির জাফরাবাগে শনিবার মধ্যরাত থেকে সিএএ-র প্রতিবাদে রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। প্রতিবাদীরা রাত ভর রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন। জাফরাবাদের মূল রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।
দিল্লির জাফরাবাদে নতুন করে শুরু হয়েছে সিএএ বিরোধী আন্দোলন। শনিবার মধ্যরাত থেকে এলাকার অসংখ্য মহিলা রাস্তায় নেমে আজাদি স্লোগান দিতে শুরু করেন। অবরুদ্ধ হয়ে গিয়েছে জাফরাবাদের মূল সড়ক। রাস্তায় বসে সিএএ বিরোধি স্লোগান তুলেছেন প্রতিবাদীরা। অধিকাংশই মহিলা বলে জানানো হয়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন। রাত থেকে এলাকায় অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিসকেও মোতায়েন করা হয়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর এবং যমুনা বিহার যাওয়ার রাস্তা।আন্দোলনকারীরা সেখানে জমায়েত হয়ে সিএএ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যতক্ষণ না সিএএ প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন এত আন্দোলনকারী।সকাল থেকে জমায়েত বাড়তে শুরু করেছে জাফরাবাদে। আরও একটা শাহিনবাগের আশঙ্কা করছে পুলিস প্রশাসন। জাফরাবাদ মেট্রো স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা এলাকায় পুলিসি প্রহরা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে জাফরাবাদে
বিস্তারিত সংবাদ আসছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here