ইয়াশ ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আজ থেকে দুয়ারে ত্রাণ প্রকল্পের ফরম ফিলাপের কাজ শুরু।

0
180

সৌভিক কর ::২৪ঘন্টা লাইভ ::৩ই জুন ::পূর্ব মেদিনীপুর :: মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইয়াশ ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আজ থেকে দুয়ারে ত্রাণ প্রকল্পের ফরম ফিলাপের কাজ শুরু। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের ব্যবত্তা অঞ্চলের ইছাপুরপঞ্চ গ্রামীণ হাইস্কুলে এদিন দুয়ারে ত্রাণ প্রকল্পের ফরম ফিলাপ কাজ শুরু হয়। রূপনারায়ন নদীর পাড় এলাকার বসবাসকারী মানুষদের ইয়াশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

জলের তলায় তলিয়ে যায় পান বোরজ, মাছের ভেরি, ধান চাষ থেকে বিভিন্ন সবজি। ক্ষতিগ্রস্ত হয় মানুষের বসতবাড়ি। আজ ক্ষতিগ্রস্ত মানুষরা নিজেরাই নন্দকুমার ব্লকের বিডিও তত্ত্বাবধানে নিজেদের ক্ষয়ক্ষতির ছবিসহ ক্ষতিপূরণ পত্রে উল্লেখ করে জমা দেন। এবং বেশ কয়েকজন মানুষ অভিযোগ করেন গত আমফানে তাদের ক্ষয় ক্ষতি হলেও রাজনৈতিক নেতাদের স্বজনপোষণের জন্য তারা বঞ্চিত হয়েছিলেন।

Adv
Adv : Keshari Light House

এবারেও আশায় বুক বাঁধছেন যদি প্রশাসন সঠিক তদন্ত করে তাহলে আমরা সরকারের ন্যায্য ক্ষতিপূরণ পাব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুয়ারে ত্রাণ কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন। সবমিলিয়ে এবারেও আশায় বুক বাঁধছে ক্ষতিগ্রস্ত পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here