ইয়াস ঝড়ের প্রভাবে এবং বঙ্গোপসাগরের জল শংকরপুর এবং তাজপুরের বাঁধটি ভেঙে ঢুকে পড়ে ছয়টা গ্রামে

0
149

সৌভিক কর  ::২৪ঘন্টা লাইভ ::২ই জুন ::পূর্বমেদিনীপুর :: ইয়াস ঝড়ের প্রভাবে এবং বঙ্গোপসাগরের জল শংকরপুর এবং তাজপুরের মধ্যে অবস্থিত বাঁধটি ভেঙে ঢুকে পড়ে ছটা গ্রামে। সেই ছটা গ্রামের 9000হাজার মানুষ তিনদিন ধরে সেই জলের মধ্যে আটকে ছিল।

এবং সেই সকল মানুষেরা কারো দোতলা বাড়ি,স্কুল এবং শিবিরে আশ্রয় নেয়। সরকার থেকে সেই সকল দুঃস্হ মানুষদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে

,

Advertisement

কিন্তু সেটা যৎসামান্য। তাই কিছু সরকারি এবং বেসরকারি সংস্থা মিলে আজ 500 থেকে 700 মানুষের জন্য খাদ্য সামগ্রী এবং গতকাল 300 জন মানুষের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here