উচ্চমাধ্যমিকে সবার উপরে কলকাতা – মাধ্যমিকে জেলার বদলা এবার

0
338

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৭ই,জুলাই :: কোলকাতা :: ২০২০-র উচ্চমাধ্যমিকে পাসের হার এবার রেকর্ড ৯০.১৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.৪৪। ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস করেছে এবার।উচ্চমাধ্যমিকের সংসদ সভাপতি জানান, সাফল্যের নিরিখে সবার আগে কলকাতা। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কালিম্পং, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদও ভালো ফল করেছে। গতবার ৮৬.২৯ শতাংশ পাস করেছিল। এবার সেই তুলনায় প্রায় চার শতাংশ বেশি পাস করেছে। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। এটাও একটা রেকর্ড।

এছাড়া এবার উচ্চমাধ্যমিকে পাস করেছে ৮৫.৬৭ সংখ্যালঘু, ৮৭.৪০ তপশিলি ছাত্রছাত্রী। বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৮.৮৩ শতাংশ, ৯২.২২ পাসের হার বাণিজ্য বিভাগে এবং ৮৮.৭৪ শতাংশ কলা বিভাগে পাস করেছে। ৬০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ছাত্রছাত্রী। ৯০ এর বেশি পেয়েছে ৩০২২০ জন। এ প্লাস ৮০-৮৯ নম্বর পেয়েছেন ৮৪৭৪৬ জন।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৮.৮৩ শতাংশ, বাণিজ্যে ৯২.৩৩ শতাংশ, কলা বিভাগে পাশ করেছে ৮৮.৭৪ শতাংশ পড়ুয়া। সফল পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here