উত্তরপ্রদেশে আয়োজিত প্রতিযোগিতায় রানার্স হলেন বুদবুদ এর এস এন ডি ড্যান্স অ্যাকাডেমির কলাকুশলীরা

0
63

২৪ ঘন্টা লাইভ/ পূর্ব বর্ধমান/ সৈকত দে/ ৫ সেপ্টেম্বর ২০২৪; ন্যাশনাল পারফর্মিং আর্টস্ চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে ঘরে ফিরলো বুদবুদ এর এস এন ডি ড্যান্স অ্যাকাডেমির সকল কলা কুশলীরা।

Panch foron

গত ৩১ আগষ্ট উত্তর প্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হয় এই নৃত্য প্রতিযোগিতা। ভারত বর্ষের বিভিন্ন রাজ্যের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ।

Krishna Construction

গত বুধবার দুপুরে এস এন ডি ড্যান্স গ্রুপের শিক্ষক সহ সকল কলা কুশলীরা মানকর স্টেশনে নামলে তাদের চন্দনের ফোঁটা, পুষ্প স্তবক ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে আসেন গলসী ১ নং ব্লকের বুদবুদ অঞ্চলের সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা।

Add
Archana Diagnostic

তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

শিক্ষক দীপক তাঁতি জানান, যে তারা প্রথমে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গত ৬ আগষ্ট আসানসোলের বার্নপুরে।

Standard Glass House

সেখানে ওনারা রাজ্যের মধ্যে প্রথম হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এর জন্য সিলেক্ট হন।

গত ৩১ আগষ্ট উত্তর প্রদেশের অযোধ্যায় হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিজিত হয়ে ওনারা ইন্টার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছেন।

ইন্টারন্যাশনাল ড্যান্স চ্যাম্পিয়নশিপে আগামী ডিসেম্বর মাসে নেপালের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here