উত্তর প্রদেশে করোনার টিকা না নিতে নদীতে ঝাঁপ গ্রামবাসীদের !

0
205
Adv
Adv : Keshari Light House

নিউজ ডেস্ক :: ২৪ ঘন্টা লাইভ :: ২৫শে মে :: নিউদিল্লি :: 

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটেছে চমকে দেয়ার মতো ঘটনা। স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন সেখানকার মানুষদের করোনার টিকা দিতে। তবে কর্মকর্তারা সেখানে গিয়ে মুখোমুখি হয়েছেন ভিন্ন এক অভিজ্ঞতার, যা দেখে সরকারি কর্মীদের তো চক্ষু ছানাবড়া।করোনার টিকা নিতে আপত্তি জানান সেখানকার বাসিন্দারা। আর ভয়ে সরয়ূ নদীতে ঝাঁপ দেন অনেকে।রামনগরের সিসোদা গ্রামের শনিবারের ঘটনা এটি। টিকা দেয়ার খবর শুনেই সেখানে মানুষ বেজায় ভয় পেয়ে যান। আর জড়ো হন সরয়ূ নদীর তীরে। টিকাকরণের কাজ কেমন হচ্ছে তা দেখতে সেখানে হাজির হয়েছিলেন রামনগরের এসডিএম রাজীব শুক্লা।

Advertisement

তখন নদীর পাড়ে থাকা মানুষদের বোঝানোর চেষ্টা করেন তিনি। তবে কোনো কাজ হয়নি। তারা টিকা নিতে চাননি। পরে তারা যখন জল  থেকে ওঠেন, তখন তাদের বোঝানোর চেষ্টা করা হয়। শেষে রাজি হয়েছেন মাত্র ১৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here