এই প্রথম ভক্ত শূন্য অবস্থায় পূজা হচ্ছে বালুরঘাটের বোল্লা কালীর

0
297

দিলদার আলী :: ২৪ ঘন্টা লাইভ :: ৪ঠা ডিসেম্বর :: বালুরঘাট :: এই প্রথম ভক্ত শূন্য অবস্থায় পূজা হচ্ছে বোল্লা কালীর। শুধুমাত্র ভক্ত শূন্য নয়, নেই অন্যান্যবারের মতো কোনো আড়ম্বরও। করোনা অবহের জন্য এবার শুধু মাত্র বোল্লায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। বসছে না কোনোরকম মেলা। এছাড়াও হচ্ছে না পাঁঠাবলি ও মানদ কালির পুজো।

পুজোর কয়দিন যাতে মন্দির চত্বরে ভিড় না হয় তার জন্য বিশাল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মন্দির চত্বর সহ গোটা বোল্লা জুড়ে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বোল্লা এলাকায় বোল্লা রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এই বোল্লা রক্ষা কালীর পুজো। পুজোর পাশাপাশি চারদিন মেলা অনুষ্ঠিত হয়। যেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here