এবার কালিনগর রোডে “আলো” না অন্ধকার  ?

0
208

রাজিব গুপ্তা :: ২৪ ঘন্টা লাইভ :: ১১ই,জুন :: কাঁচরাপাড়া :: মুকুল রায় তো সপুত্র তৃণমূলে ফিরলেন সসম্মানে কিন্তু এবার কি হবে বিজপুর নেত্রী আলো রানী সরকারের ?

Advertisement

একসময় আলো দেবী ছিলেন BJP তে, গত 2016 র বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির টিকিটে। তখন মুকুল বাবু ছিলেন তৃণমূলে। তাঁর রায় পরিবারের ওপর বিদ্বেষ এতটাই ছিল যে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপি তে এলেই তিনি বিজেপি ছেড়ে চলে যান তৃণমূলে ।

Advertisement

ভেবে ছিলেন হয়তো এবার তিনি বিজপুর বিধানসভার টিকিট টা পেয়েই যাবেন ।

Advertisement

কিন্তু এখানে তৃণমূলে সুবোধ অধিকারীর মতো দাপুটে নেতা থাকায় স্বভাবতই আলোরানীর টিকিট পাওয়া হলোনা ।

Advertisement 8240054075

তিনি প্রার্থী হলেন, কিন্ত অন্য কেন্দ্র থেকে। তবে আবার পরাজয়ের মুখই দেখলেন আলো রানী ।

Advertisement

পরাজয়ের পর থেকেই দলে কিংবা এলাকায় তার গুরুত্ব ক্রমশ কমতে থাকে । তাকেও সেভাবে সক্রিয় দেখা যায় না ।

Adv
Adv : Keshari Light House

যাই হোক লোক দেখানো হলেও রাজনীতি চলছিল কোনোভাবে, কিন্তু খানিকটা গোদের ওপর বিষফোড়ার মতো সপুত্র মুকুল রায় সসম্মানে আবার ফিরলেন তাঁর পুরোনো দল তৃণমূলে।

এখন কি করবেন আলোরানী সরকার ?

এখন গোটা বীজপুর জুড়েই চলছে এই নিয়ে ময়না তদন্তের খেলা । মুকুল রায়ের কট্টর বিদ্বেষী আলোরানী সরকারও কি তাহলে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতেই ফিরবেন ? এর উত্তর এই মুহূর্তে আমাদের জানা নেই । তেমন ই জানা নেই, যেমন 5 নম্বর ওয়ার্ড কালিনগর রোডে কি জ্বলবে আলো না নামবে আঁধার ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here