কড়া নিরাপত্তায় আজ থেকে মাধ্যমিক পরীক্ষা

0
129

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা / রাজিব গুপ্তা / ২৩ ফেব্রুয়ারি ২০২৩: ভীষণ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।

Add : Universal School

জীবনের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে রাজ্য জুড়ে ৬৯৮৭২৪ জন পরীক্ষার্থীরা ।

Add : Naihati Mother’s Lap

আজ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আগামী চৌঠা মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা ।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে লাগানো হয়েছে CCTV এবং একটি বিশেষ অ্যাপ দিয়ে চলবে নজরদারি ।

Advertisement

অ্যাপ দিয়েই সমস্ত রিপোর্ট পাঠাবেন অতিরিক্ত ভেনু সুপারভাইজার। রাস্তা অবাধ রাখতে সকল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এই ৪ ঘণ্টা বন্ধ থাকবে মালবাহী যান চলচল,

Add : Ambedkar Public School

এমন কি প্রয়োজনে যে কোনো রুট যাতায়াত নিয়ন্ত্রন করতে পারে প্রশাসন ।

Add : Keshri Light House

বর্তমানে এডিনো ভাইরাসের প্রকোপ থেকে সতর্কতা অবলম্বন করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তৈরি হয়েছে সিক রুম যেখানে মোতায়েন থাকবেন ২ জন করে সাস্থ্য কর্মী

Add : Pharma Health Academy

সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর দের নজরদারির নির্দেশ দিয়েছেন কাঁচরাপাড়া পুরপ্রধান কমল অধিকারী।

Add : Lokenath

গতকাল নিজের নিজের ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট  এর জন্য উৎসাহিত করলেন কাউন্সিলর কল্যাণ কর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here