করোনার তৃতীয় ঢেউ আসার আগেই টিকা নেওয়ার চাহিদা বাড়ছে

0
106

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::২৮ই জুলাই ::পশ্চিম মেদিনীপুর :: করোনার তৃতীয় ঢেউ আসার আগেই টিকা নেওয়ার চাহিদা বাড়ছে। কখনো কখনো করোনা প্রতিষেধক তথা টীকার পর্যান্ত যোগান না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধরণ মানুষকে। রাজ্যের সর্বত্র বিভিন্ন জেলাহাসপাতাল, গ্রামীণ হাসপাতালগুলিতে টীকা নেওয়ার জন্য পড়ছে লম্বা লাইন। ভোর তিনটে থেকে এসে লাইনে দাঁড়িয়ে তবে মিলছে টীকা। বুধবার কেশিয়াড়ী ব্লকের কেশিয়াড়ী গ্রামীণ হাসপাতালে দেখা গেল করোনা টীকা নেওয়ার লম্বা লাইন।

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী এদিন ছিল টীকা দেওয়ার কর্মসূচি। ভোর রাত থেকে কখনো ইঁট, পাথর, ব্যাগ বা প্লাস্টিক বোতল দিয়ে লাইনে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল হাসপাতাল চত্বরে। সকাল থেকে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে টীকা। বর্ষায় বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষজন। নেই মাথার ওপরে কোনো আচ্ছাদন। ভোর রাত থেকে বৃদ্ধ বৃদ্ধাদেরও দেখা গেল লাইনে। যারা কেউ ৫০কেউ ১০০ টাকা দিয়ে ছোট গাড়ি অথবা টোটো ভাড়া করে হাজির হন হাসপাতালে। রোদ জল যাইহোক তাদের একটাই সংকল্প টিকা নিয়ে তারা বাড়ি ফিরবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here