করোনায় আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক – ভরতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে

0
309

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ৭ই,সেপ্টেম্বর :: বারাসাত :: মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তবে, খাদ্যমন্ত্রীর হাই ডায়াবেটিস রয়েছে। সেই বিষয়টা ভাবাচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, দিনকয়েক আগেই করোনার উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট হয় খাদ্যমন্ত্রীর। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

জ্যোতিপ্রিয় বাবুই অবশ্য প্রথম নয়, তৃণমূলের অন্দরে করোনা সংক্রমণ ও তার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। এক মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিত্‍‌সাধীন ছিলেন। তমোনাশ বাবুরও রক্তে সুগার ছিল মাত্রাতিরিক্ত। তা ওষুধ দিয়ে কমানো হয়েছিল। পরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ায় তাও কমানোর চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘদিন ভেন্টিলেশনের থাকার ফলে তাঁর গলায় সংক্রমণ হয়। সে জন্যও চলছিল চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। তমোনাশবাবুর দুই মেয়েও করোনায় সংক্রামিত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here