করোনা মহামারীর সময়ে সমাজ সেবার মাধ্যমে নজির সৃষ্টি করেছে মেদিনীপুরের বণিক সমাজ।

0
153

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::৩ই জুন ::পশ্চিম মেদিনীপুর:: করোনা মহামারীর সময়ে সমাজ সেবার মাধ্যমে নজির সৃষ্টি করেছে মেদিনীপুরের বণিক সমাজ। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর উদ্যোগে মেদিনীপুরের “শ্যামসঙ্ঘ” ভবনে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেফহোম পরিষেবা। আজ এই পরিষেবার ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন, রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।

উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল চেম্বার অফ কমার্সের সভাপতি উদয়রঞ্জন পাল, সম্পাদক চন্দন বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের সম্পাদক চন্দনবাবু জানান, সামাজিক দায়বদ্ধতার তাগিদেই তাঁরা এই কাজে ব্রতী হয়েছেন। এই সেফহোমে করোনা পজিটিভ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের বাড়ি থেকে নিয়ে আসা

Advertisement

এবং সুস্থ হলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া, রোগীদের অক্সিজেন পরিষেবা, নিরামিষ খাবার দেওয়া এবং ২৪ ঘন্টা ডাক্তার ও নার্সের পরিষেবা দেওয়া হচ্ছে যার ফলে ভর্তি থাকা করোনারোগীরা সুস্থ হতে শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here