করোনা রুখতে বাংলা ওড়িশার সীমান্তবর্তী সোনাকানিয়া বর্ডার এলাকা সীল করা হলো

0
191

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::২৭ই,এপ্রিল ::পশ্চিম মেদিনীপুর :: করোনা সংক্রমনের দ্বিতীয় পর্যায় ভয়াবহ রূপ ধারণ করে আছড়ে পড়েছে দিকে দিকে। মহামারীর করাল গ্রাসে দেশব্যাপী চলছে মৃত্যু মিছিল। এই সংক্রমনের হাত থেকে মুক্তির একমাত্র উপায় সকলের সতর্কতা অবলম্বন ও নির্দিষ্ট কিছু নিয়মবিধি মেনে চলা।

এইরকম পরিস্থিতিতে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংক্রমনের হার অনেক বেশি। তাই ওড়িশা সরকার ও প্রশাসনের উদ্যোগে বাংলা ওড়িশার সীমান্তবর্তী সোনাকানিয়া বর্ডার এলাকা সীল করা হল। পুলিশি কড়া নিরাপত্তায় চলছে প্রহরা। উপযুক্ত কোনো কারণ ছাড়া কাউকে ওড়িশা রাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here