কাল মৃত্যুঞ্জয়, আজ সাহানি । ইউনাইটেড টিম সুবোধ, হারলো উস্কানি ।

0
70

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা / রাজিব গুপ্তা / ৮ মার্চ ২০২৩: বিধায়ক বা পার্ষদ হওয়ার পর তো অনেকেই নেতা হতে পারেন কিন্তু বীজপুরের বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী একটু ভিন ।

যাকে বিধায়ক হওয়ার অনেক আগের থেকেই মানুষের সেবায় দেখা গিয়েছে । কমল ও সুবোধ হলো বীজপুরের একটি ব্র্যান্ড । তা বোঝা গিয়েছিল লক ডাউনের সময়, তখন না ছিলেন তারা বিধায়ক না চেয়ারম্যান

Add Baba Briyani

কিন্তু যেভাবে তারা নিঃস্বার্থ মানুষের সেবায় এগিয়ে এসেছিলেন, তারা বুঝিয়ে দিয়ে ছিলেন যে তারাই হলেন মানুষের কেয়ার ম্যান

Add : Pharma Health Academy

দুরসময় কাউকে ছেড়ে পালন না তারা, সে দল হোক বা কর্মী ।  তাদের অভিজ্ঞ্যতা রয়ছে মানব সেবার, বোঝেন মানুষের পালস্।

Add : Universal School

টিম সুবোধের মজবুত পিলার রূপে দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে কাঁচরাপাড়া পৌরপ্রধান কমল অধিকারী ও হালিশহর পৌরপ্রধান রাজু সাহানী কে ।

Add : Lokenath

একটি অভিযোগের জেরে প্রায় ৩ মাস জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন হলিসাহরের পৌর প্রধান ।

Add : YCC

তবে আপাতত তিনি জনসংযোগ থাকলেও বসছেন না পৌরসভায় । এমত অবস্থায় তিনি নির্ভর রয়েছেন দলের চেয়ারম্যান ও বিধায়ক সুবোধ অধিকারীর উপর ।

Add : Maa Tara Medical Hall

কিন্তু এতে কোনো সন্ধির আন্দাজ করে ফেলেন অনেকেই । ভীষণ খুশি ছিলো সুবোধ বিরোধী শুভ্রাংশু শিবির ।

Add : B Das & Son’s

তবে দলের দুই দিন বাজিমাত হলো টিম সুবোধের বলেই মনে করা হচ্ছে । তার কারণ হোলো কার্যত শুভ্রাংশু শিবিরের শসক্ত পিলার বলে পরিচিত হালিশহর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস কে দেখা গেলো সমস্ত ভেদাভেদ ভূলে বিধায়ক সুবোধ অধিকারীর আয়োজিত বীজপুর বসন্ত উৎসবে শামিল হয়ে কমল অধিকারীর সাথে খেললেন আবির ।

Add : Keshri Light House

তার পর আজ হোলির দিনে বিধায়কের সাথে আবির খেললেন সেই বিতর্কিত রাজু সাহানী সহ কমল অধিকারী, হালিশহর উপ প্রধান শুভংকর ঘোষ ও হালিশহর CIC হিমানিষ ভট্টাচার্য ।

Team Subodh

মনে করা হচ্ছে এটি সুবোধের ব্যাপক বাজিমাত । ভীষণ ধাক্কা খেলেন তারা, যারা টিম সুবোধে ভাঙ্গনের গন্ধ খুঁজে বেরোচ্ছিল ।

MP Utsav

আজ সুবোধ বুঝিয়ে দিলেন তিনি অ্যাক্সিডেন্টাল নয় । এক পোড় খাওয়া রাজনৈতিক নেতৃত্বের ভূমিকায় থাকলেন সুবোধ অধিকারি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here