কুল্টি : রাধানগরে পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ ।

0
426

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ ওয়াসীম খান/ কুল্টি/ ২সেরা জুন ২০২৪: সপ্তম দফার ভোট সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে, রবিবার সকালে কুলটি থানার অন্তর্গত রাধানগর গ্রামের কাছে পুকুর থেকে এক মহিলার বিকৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

স্থানিয় সূত্র মারফৎ জানা গিয়েছে, বিগত ২৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন সুমন কুমারী (৩৭) নামক এলাকার বাসিন্দা।

নিয়ামতপুর ফাড়িতে নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছে। আজ সকালে এলাকার কয়েকজন এই দেহ দেখতে পেয়ে সর্বপ্রথম খবর দেয় পুলিশে ।

ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় নিয়ামতপুর ফাড়ির পুলিশ ।

Standard Glass House

দেহ টি দেখে এটি হত্যা করা হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছে পরিবারের সদস্যরা। এর পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here