কোচবিহারের শীতলকুচিতে বুথের বাইরে বাহিনীর গুলিতে হত ৪, দলীয় সঙ্ঘর্ষের বলি আরও এক ।

0
230

নিউজ ডেস্ক :: ২৪ ঘন্টা লাইভ :: ১০ই,এপ্রিল :: কোচবিহার :: শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকেই দফায় দফায় হিংসা ও অশান্তির খবর মেলে। তবে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য শীতলকুচির জোড় পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর-এর গুলিতে ৪ জনের মৃত্যু হয়।

নির্বাচন কমিশন জানায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সাংসদ দোলা সেন এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জবাব দাবি করেন। তিনি বলেন, “এই রক্ত উপত্যাকা আমার দেশ নয়, আমরা শান্তি চাই।” অভিযোগ মৃত ৪ জনই তৃণমূল কর্মী।। গোটা ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র হয়ে কাজ করছে। রাতভর মদ-মাংস খেয়ে সকালে নির্বিচারে গুলি চালিয়েছে। সুষ্ঠ নির্বাচন করানোর ভার যাদের কাঁধে, তাঁদের নির্বিচারে গুলি চালানোর অধিকার কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির।

স্থানীয় এক তৃণমূল কর্মী সংবাদমাধ্যমে বলেন, ‘‘দলে দলে মানুষ ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী।’’ বুথের ভিতরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here