খড়গপুরের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় জ্ঞান সিং সোহানপাল (চাচাজি) র তৃতীয় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

0
310

চন্দন মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ৮ই,আগস্ট :: খড়্গপুর :: পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের বিগত ৫০বছরের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় জ্ঞান সিং সোহানপাল (চাচাজি) র তৃতীয় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহর কংগ্রেসের তরফে ট্রাফিক গোলখুলি দুর্গা মন্দিরে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যাবতীয় বিধিনিষেধ মেনে সোশ্যাল ডিস্টেন্স ও মুখে মাস্ক পরে কর্মসূচি পালিত হয় ।

রেল শহর খড়গপুরের যাবতীয় উন্নয়নের বিগত ৫০বছরে সকলের পরিচিত সোহানপাল জির অবদান অনস্বীকার্য, বহু প্রশংসনীয় শিরোপাধারী ব্যাক্তিত্বের অধিকারী চাচাজির তৃতীয় মৃত্যু বার্ষিকী পালনের উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

এগিয়ে এসেছেন খড়গপুর শহরের কংগ্রেসের ৬জন কাউন্সিলর, জেলা ছাত্র পরিষদের সভাপতি উজ্জ্বল মুখার্জী, জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি ছোটন দে, শহর যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা, পশ্চিম বঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আলোকেশ মহাপাত্র প্রমুখ ব্যাক্তি বৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here