গঙ্গাজলঘাটিতে দেবী মা দুর্গা এবং রক্ষা কালীর যাগ যজ্ঞের মধ্য দিয়ে মহামারীর প্রাদুর্ভাব দূর হবে বিশ্বাস গ্রামবাসীদের

0
294

নরেশ ভকত:: ২৪ ঘন্টা লাইভ :: ১৪ই,জুন :: বাঁকুড়াঃ :: অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে যুগে যুগে নেমে এসেছেন অবতারেরা। আজ থেকে প্রায় 30 বছর আগে যখন গ্রামে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, ঠিক তখনই সকল গ্রামবাসীরা মিলে জাগ্রত দেবী মা দুর্গা এবং রক্ষাকালী র পুজো এবং যাগযজ্ঞের মধ্য দিয়ে সেই মহামারির অবসান ঘটেছিল। এমনই শিহরন জাগানো কথা উঠে এলো গ্রামের কয়েকজন প্রবীণ পুরোহিতের কাছ থেকে।

বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে চলছে মহামারি করোনা তাণ্ডব। সেই তাণ্ডব রুখতে আবারো গ্রাম্য আরাধ্য জাগ্রত দেবী মা দুর্গা এবং রক্ষা কালীর পূজার্চনা ও যাগ যজ্ঞের মধ্য দিয়ে মহামারীর প্রাদুর্ভাব দূর হবে বলে জানান গ্রামবাসীরা। ঘটনাটি বাঁকুড়া গঙ্গাজলঘাটি ঐতিহাসিক জনপদ গোবিন্দধাম এর ঘটনা।

সারা বিশ্ব যখন এই অদৃশ্য মহামারীর শিকার। যেখানে দেশ জুড়ে অসংখ্য বিজ্ঞানীরা দিনরাত হিমশিম খাচ্ছেন করোনার প্রতিষেধক নিয়ে আসতে, সেখানে এই যজ্ঞ কিভাবে এই মহামারী তাণ্ডব রুখে দেবে সেদিকেই চোখ সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here