গরিব সাধারণ মানুষ কোন সাহায্য না পেয়ে আজ বিক্ষোভ দেখাল ইন্দাস বিডিও অফিসে ।

0
655

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ:: ৬ই, এপ্রিল :: বাঁকুড়া :: লকডাউন শুরু হতেই সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ হয়ে গেছে ইন্দাস বিডিও অফিসের । লকডাউনের কারণে যে মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন এবং সাহায্যের জন্য আসছেন বিডিও অফিসে তাদেরকে নিরাশ হয়ে ঘুরে যেতে হচ্ছে বিডি অফিসের মূল দরজা থেকেই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায় মানুষদেরকে সাহায্যের জন্য প্রশাসনের দ্বারস্থ হতে বলেছেন কিন্তু তার সত্বেও অসহায় মানুষগুলো ঘুরে আসছেন বিডিও অফিসের দরজা থেকেই ।অসহায় মানুষগুলি ত্রানের জন্য গেলেও তাদের বিমুখ হয়ে আসতে হচ্ছে ওই অফিসের দরজা থেকেই ।আর সেই কারণেই আজ ইন্দাস ব্লকের এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন । আজ সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায় বিডিও অফিসের সামনে। বিডিও মানসী ভদ্র চক্রবর্তী ব্লক অফিসে ঢোকার সময় কিছুক্ষণের জন্য তার গাড়ি আটক করে এলাকাবাসী। পরে বিডিও অফিসে ঢোকার পরে বন্ধ করে দেয়া হয় বিডি অফিসের মূল দরজা, আটকে দেয়া হয় সাধারণ মানুষকে।এলাকাবাসী সেই দরজা ঠেলে ঢুকে যায় বিডিও অফিসে।ভিতরে দরজার সামনে গিয়েই বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে পুলিশ প্রশাসন এসে সেই বিক্ষোভকারীদেরকে ওখান থেকে হটিয়ে দেয়। ৩০০ থেকে ৩৫০জন মত মানুষ জমায়েত হয়েছিলেন ওই ব্লকের সামনেই।সাধারণ মানুষদের সামনেই এলেন না ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here