ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে – মানস ভুঁইয়া

0
122

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::১৯ই জুন ::পশ্চিম মেদিনীপুর :: ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে, 2014 সালের পর থেকে একটি পয়সাও এই জন্যে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি বলে অভিযোগ করলেন রাজ্যের জল সম্পদ ও অনুসন্ধান মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। আজ তিনি খড়গপুর 1 নম্বর ব্লক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জলসম্পদ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ বৈঠকে হাজির হয়েছিলেন।

পরে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধীরে ধীরে রাজ্যের সমস্ত ব্লকেই এই দপ্তরের কাজ নিয়ে রিভিউ বৈঠক করবেন এবং ভবিষ্যতের জলসংকট মেটানোর জন্য প্রতিটি ব্লকে “টাস্ক ফোর্স” গঠন করে জলসম্পদ উন্নয়নের কাজ করা হবে। কৃষিক্ষেত্রে সেচের জল পৌঁছে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের নিয়ে নিবিড় ভাবে কাজ করা হবে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন নদীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মোকাবিলার সেচ দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here