চন্দনগর পুলিশ কমিশনারেট এক বছরেই উদ্ধার করলো ৬৫ লক্ষেরও বেশি টাকা ও ২৫৮ টি মোবাইল !

0
343

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ ::৫ই,জানুয়ারি :: চন্দনগর :: আজ চন্দননগরের পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবির চুঁচুড়া পুলিশ লাইনে এক সাংবাদিক সম্মেলনে উদ্ধার হওয়া টাকা ও মোবাইলের যা ফিরিস্তি দিলেন তাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের তারিফ না করলেই নয় ।

Advertisement (Contact for Wholesale)

বেলা এগারোটায় পুলিশ লাইনে ঢুকতেই দেখা গেলো প্রায় শদুয়েক মানুষের ভিড় ।

সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবির জানালেন যে এই কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা বিগত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে উদ্ধার করেছেন ২৫৮ টি নামি দামি মোবাইল ফোন যা আজ ফিরিয়ে দেওয়া হলো মোবাইলের মালিকদের কাছে ।

উদ্ধার হওয়া মোবাইল

তাঁরা তো ভাবতেই পারেননি যে এভাবে প্রায় একবছর আগে হারিয়ে যাওয়া তাদের প্রিয় মোবাইল ফোনটি কোনোদিন ফেরত পাওয়া যাবে ।

Advertisement 8240054075

সকলেই অকৃপণ ভাবেই ধন্যবাদ দিলেন পুলিশ কমিশন ও তাঁর টিমকে । স্বভাবতই খুশি কমিশনারেটের   পুরো টিম ।

Advertisement

কিন্তু তখনও চমকের বাকি ছিল । যখন কমিশনার ডঃ কবির তাঁর সাইবার ক্রাইম দপ্তরের মহিলা অধিকর্তা ও কমিশনারেটের ডেপুটি কমিশন জানালেন যে বিভিন্ন সময়ে বিগত এক বছরে ব্যাংক একাউন্ট থেকে ফ্রড হয়ে যাওয়া ৮৫ লক্ষেরও বেশি টাকার মধ্যে কমিশনারেট উদ্ধার করেছে বিভিন্ন ব্যাংক একাউন্ট থেকে খোয়া যাওয়া ৬৫ মুখেরও বেশি টাকা যা যথা সময়ে রীতি মেনেই পীড়িত গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে ।

Adv
Adv : Keshari Light House

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here