জমি সংক্রান্ত বিরোধের জেরে অশোকনগর থানা এলাকায় দুষ্কৃতীর হাতে আক্রান্ত চার পুলিশকর্মী

0
311

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৯শে,জুলাই :: অশোকনগর :: জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে অশোকনগর থানার দুগাছিয়া এলাকায় একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হল চার পুলিশকর্মী । আহতদের নাম এ এসআই মৃনাল মন্ডল কনস্টেবল উজ্জ্বল বিশ্বাস, অমল ব্যানাজী এবং পুলিশ গাড়ির ড্রাইভার কাবিল মন্ডল। গতকাল রাতে এই ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে অশোকনগর থানার ভুরকুন্ড গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকা।

রাতেই ডি এস পি রোহেদ শেখ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ১০ দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহতদের মধ্যে কনস্টেবল অমল আচার্যের আঘাত গুরুতর। কপালে ৫ টি সেলাই নিয়ে তিনি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।

অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শাজাহান মল্লিক অনুগামীরা পুলিশ উপরে হামলা চালায়। দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃনমূল কর্মী সিরাজুল হক আটার সঙ্গে জমি নিয়ে বিরোধ শাজাহান মল্লিকের। এর আগেও একবার আটা পরিবারে বোমা ছোড়ার অভিযোগ ওঠে এই তৃনমূল সদস্যের বিরুদ্ধে। গতকাল ওই দুই পক্ষের মধ্যে রাস্তায় ইট রাখা নিয়ে একটি বচসা ও মারপিট ঘটনা ঘটে।

সেই ঘটনার তদন্তে রাত সাড়ে ১১ টা নাগাদ দোগাছিয়া যায় পুলিশ। অভিযোগ তারপরেই পুলিশ ঘটনাস্থলে এলে বাঁশ আধলা ইট দিয়ে পুলিশকে বেধড়ক মারধর করে পুলিশ। পুলিশ জিপেও ভাঙচুর চলে। কোনমতে পালিয়ে আসে পুলিশ। এরপরেই হাবড়া অশোকনগর, দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী রাফ ঘটনাস্থলে নামে।

বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এদিন সকালেই আটা পরিবারের সদস্যরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ দলের ভাবমূর্তি নষ্ট করছে শাজাহান। তারাও তৃনমূল করেন কিন্তু নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর হামলা করেছে শাজাহানের অনুগামী দুষ্কৃতীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here