জল সমস্যায় আসানসোল পৌর কর্পোরেশনকে কাঠগড়ায় দাঁড় করালেন জিতেন্দ্র তিওয়ারি

0
32

২৪ ঘন্টা লাইভ/ আসানসোল/ ওয়াসিম খান/ ২ জুলাই ২০২৪; কর্পোরেশন এলাকায় জলের সমস্যা নিয়ে কর্পোরেশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আসানসাল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারি বলেন, আজকাল প্রায় প্রতিদিনই আমরা কোথাও না কোথাও জলের সমস্যার কথা শুনছি। কিন্তু তিনি যখন মেয়র ছিলেন, আসানসোল পুরসভার কোনও ওয়ার্ডে একদিনের জন্যও জলের সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনার কারণেই এসব সম্ভব হয়েছে যা আজকাল দেখা যায় না। গ্রীষ্মকালে জনগণকে সুষ্ঠুভাবে পানি সরবরাহ করতে হলে নভেম্বর বা ডিসেম্বর মাস থেকেই প্রস্তুতি শুরু করা উচিত ছিল।
অন্যদিকে, এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, প্রাক্তন মেয়র জলের সমস্যা আছে কি না তা বলবেন না। আসানসোলের মানুষ এর জবাব দেবে জলের সমস্যা আছে কি না। 

তিনি আরও বলেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যেখানেই কর্পোরেশনের কল বসানো হয়। সেখানে খুব ভালোভাবে পানি সরবরাহ করা হচ্ছে। জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন যে তিনি যদি আবার মেয়রের চেয়ারে বসতে পারেন তবে তিনি আরও ভালো জল সরবরাহ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here