জাতিয় স্তরে তৃণমূলের স্থান চতুর্থ – বাড়ছে পার্টির গুরুত্ব ।

0
219

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা / রাজীব গুপ্তা/ ব্যারাকপুর / চাউথা জুন ২০২৪ : অষ্টাদশ লোকসভায় নির্বাচনে সমস্ত জল্পনা ও এক্সিট পোল গুলি কে প্রায় প্রায় মিথ্যা প্রমাণিত করে, দেশে তৃতীয় বারের জন্য NDA সরকার গঠনের পথে এগিয়ে গেলেও দেখা যাচ্ছে অন্য রকম চিত্র ।

দুপুর ৩ তে পর্যন্ত আসা ফলাফলের দিকে লক্ষ করলে দেখা যাচ্ছে সর্ব ভারতীয় স্তরে ২৪০ টি আসনে এগিয়ে থেকে প্রথম স্থান অর্জন করলো বিজেপি।

দ্বিতীয় স্থানে থাকলো জাতীয় কংগ্রেস যার মোট আসন সংখ্যা ছিলো ৯৯, ৩৫ টি আসনে এগিয়ে তৃতীয় স্থানে সমাজবাদী পার্টি আর ৩০ টি আসনে এগিয়ে চতুর্থ স্থান প্রাপ্ত করতে চলেছে তৃনমূল কংগ্রেস ।

বিভিন্ন টিভির পর্দায় বসে থাকা বিশ্লেষকেরা বলছেন যে আপাতত যা সমীকরণ উঠে আসছে, তাতে সরকার গড়তে কিং মেকারের ভূমিকায় আসতে পারে তৃণমূল কংগ্রেস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here