জাতীয় সড়কে বাইক নিয়ে উঠলেই মাথায় হেলমেট বাধ্যতামূলক

0
151

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::১৯ই সেপ্টেম্বর ::পশ্চিম মেদিনীপুর

জাতীয় সড়কে বাইক নিয়ে উঠলেই মাথায় হেলমেট বাধ্যতামূলক। বাইকে যতজন বসবেন প্রত্যেকের মাথায় হেলমেট না থাকলে পুলিশ এবার থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার । তিনি জানান জাতীয় সড়কে যত দুর্ঘটনা ঘটেছে এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাথায় হেলমেট নেই বাইক আরোহী দের।

এসপি জানান , নাকা চেকিং জোরদার করার ফলে ওভারলোডিং কমছে । গত এক সপ্তাহে নাকা পয়েন্টে ৬০০০ গাড়ি পার হয়েছে। এরমধ্যে ৪০০০ গাড়ি খালি ছিল। ২১ টি ওভারলোডিং গাড়ি আটক করে ২৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সবং এর বন্যা পরিস্থিতি তিনি নিজে ঘুরে দেখেছেন । সেখানে ২৬ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ৪০ হাজার মানুষ কে খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। ৮ টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here