জামুড়িয়া বিধানসভার শ্যামলা পঞ্চায়েতে আজ শহীদ সৈয়দ কাজল এর শহীদ দিবস উপলক্ষে একটি রক্তদান শিবির এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়

0
167

সুব্রত বাউরী::২৪ঘন্টা লাইভ ::৯ই অগাস্ট :: পশ্চিম বর্ধমান :: জামুড়িয়া বিধানসভার শ্যামলা পঞ্চায়েতের ভুড়ি গ্রামে আজ শহীদ সৈয়দ কাজল এর শহীদ দিবস উপলক্ষে একটি রক্তদান শিবির এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জামুড়িয়া নবনির্বাচিত বিধায়ক হরে রাম সিং, জামুড়িয়া ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য,জামুড়িয়া ২ নম্বর ব্লকের যুব সভাপতি পঞ্চানন রুইদাস, জেলার সাধারণ সম্পাদক দীনেশ চক্রবর্তী, এস সি এস টি সেলের সভাপতি প্রধান রুইদাস এছাড়াও উপস্থিত ছিলেন সোমনাথ মন্ডল বাপ্পা ঘোষ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

এই সভায় বিধায়ক হরে রাম সিং জানান মমতা ব্যানার্জির নির্দেশে করোনা মহামারীর কালে রক্তের খুব টান দেখা দেওয়ায়  জামুড়িয়ার সব জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে,তিনি জানান রক্তদান জীবন দানের সমান। বিধায়ক জানান জামুড়িয়া বিধানসভা এলাকার যে কোন ব্যক্তি কোনো রকম সমস্যায় পড়লে জামুড়িয়ার আখলপুর বিধায়ক অফিসে এসে তার সমস্যা জানাতে।

Advertisement

তিনি এটাও জানান কেন্দ্রের বিজেপি সরকার পুরো দেশ বিক্রি করতে চলেছে। রেল, সেল,ই সি এল এল , আই সি সব কিছু বিক্রি করে দেশকে কম জোর করে দিচ্ছে। ঘুড়ির গ্রামবাসীরা বিধায়ক এর কাছে দাবি করেন তাদের দুটি হাই মাস্ট লাইট এর খুবই দরকার তাই বিধায়ক জানান এক সপ্তাহের মধ্যে এখানে লাইট লাগানো হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here