ঝমঝমিয়ে আসছে বৃষ্টি, তিন জেলায় আবহাওয়ার বিরাট বদল

0
430

২৪ ঘন্টা লাইভ/নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ১৩ জুন ২০২৪; আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ের সর্তকতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।একদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। অপরদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমে দাবদাহ আর বাকি জেলায় চরমে অস্বস্তি। তিন জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা আজকেও। আরও ছয় জেলায় রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা।

সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহে বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি। সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

ধ্বস নামতে পারে পার্বত্য এলাকায়। ফুসছে তিস্তা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জলপ ছাড়া হয়েছে। ফলে, তিস্তায় জল বাড়তে শুরু করেছে।

আজ সকাল ৯ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউমেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here