ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় হুলা টিমের ২ জনকে গ্রেফতার করলো পুলিশ

0
46

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২১ আগস্ট ২০২৪; ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় হুলা টিমের দুই জন কে গ্রেফতার করলো পুলিশ।

গত ১৫ ই আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ এলাকায় পাঁচ টি হাতি ঢুকে পড়ে। ওই হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দফতর হুলা টিমের সদস্যদের নিয়ে আসে।

হুলা টিমের সদস্যদের ছোঁড়া জ্বলন্ত লোহার রড একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির লাগে। যার ফলে ওই মহিলা হাতি অসুস্থ হয়ে পড়ে।

১৬ই আগস্ট অসুস্থ ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতিটি মারা যায়। তাই হাতি মৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম সহ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

অবশেষে, বন দফতর এর পক্ষ থেকে হাতি মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। শুরু করা হয় তদন্ত।

অবশেষে, গতকাল রাতে ঝাড়গ্রাম ব্লকের লাউড়িয়াদাম থেকে গ্রেপ্তার করে ওই দিন হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের সদস্য অজয় মাহাত ও দীপক মাহাতকে।

ওই দুই জন হুলা পাটির সদস্য হাতি তাড়ানোর সময় ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে জলন্ত হুলার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ।

হাতি মৃত্যুর ঘটনায় ধৃত হুলা টিমের দুই সদস্য কে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here