ঝাড়গ্ৰাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিটি ব্লকের গ্রামীণ স্তরে দুয়ারে চেকাপ নামে স্বাস্থ্য পরিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

0
174

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::৭ই জুলাই ::ঝাড়গ্রাম :: হাইপারটেনশন এবং ব্লাড সুগার রোগীদের নিয়মিত শরীর চেকাপ এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হয় জীবনের প্রতিটি মুহূর্তে। কিন্তু এই করোনা মহামারির সময়ে প্রচুর মানুষ সুগার এবং প্রেসার থাকা সত্ত্বেও করোনা সংক্রমণের ভয়ে হাসপাতালে আসছেন না। ফলস্বরূপ বাড়ছে জীবনের ঝুকি। এই পরিস্থিতিতে ঝাড়গ্ৰাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিটি ব্লকের গ্রামীণ স্তরে দুয়ারে চেকাপ নামে স্বাস্থ্য পরিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই অনুযায়ী মঙ্গলবার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল কলেজে তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে কুলটিকরীতে হল দুয়ারে চেকাপ কর্মসূচি। এদিন সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মী দিয়ে কুলটিকরী এলাকার প্রায় শতাধিক মানুষের ব্লাড সুগার এবং প্রেসার চেকাপ করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ সহ স্থানীয় ছাত্র নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here