তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে নিজেকে প্রকাশ্যে আনতে চলেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

0
188

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ১২ই,অক্টবর :: তমলুক :: বেশ কয়েক মাস নিজেকে প্রকাশ্যে থেকে গভীর দূরত্ব বজায় রেখেছিলেন রাজ্যের তিনটি দপ্তরের মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। দলীয় পতাকায়ে প্রোগ্রাম করতেও দেখা যায় নি মন্ত্রীকে। মন্ত্রী সমাজ সেবক হিসেবে পোস্টারে দেখা যায় মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ।গত মাসেই করোনা আক্রান্ত হন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর অনুগামীদের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত সুস্থ কামনার জন্য হোম যজ্ঞ করতে দেখা যায়।

১২ দিনের মাথায় করোনা থেকে সুস্থ হয়ে যান মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বেশ কয়েকটা দিন পর আজ হঠাৎই পূর্ব মেদিনীপুর জেলার সতীর ৫১ পীঠের এক পিঠ বর্গভীমা মন্দির সন্ধ্যারতি সময় বর্গভীমাতাকে দর্শন করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও সংবাদমাধ্যমের কাছে কোন মুখ খুলেননি। এবং দলীয় নেতৃত্বের সাথে দেখা করতে দেখা যায়নি আজ তমলুকে।

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যে মন্ত্রী শুভেন্দু অধিকারী ১০অক্টোবরের পর প্রকাশ্যে আসবেন। আর সেই গুঞ্জনের মাঝে হঠাৎই ১০ অক্টোবরের মাথায় আজ সন্ধ্যায় প্রকাশ্যে গুটি কয়েক জন অনুগামী কে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে দেখা যান মন্ত্রী কে। যদিও মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীদের মত মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর শুধুমাত্র মায়ের দর্শন করতে এসেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here