তিন দিন ধরে নিখোঁজ থাকার পর দামোদরের উপনদীতে ভেসে উঠলো দেহ

0
136

নরেশ ভকত ::২৪ঘন্টা লাইভ ::৩১ই জুলাই :: বাঁকুড়া :: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর দামোদরের উপনদীতে ভেঁসে উঠলো দেহ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার বানজোড়া অঞ্চলের কোড়েলার ছোট নদীতে ‌। জানা যায় মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ কুন্ডু বয়স ৮০ বছর। তিনি মেজিয়ার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সুত্রের খবর বৃহস্পতিবার সকালে বছর আশি’র রবীন্দ্রনাথ কুন্ডু পায়ে হেঁটে স্থানীয় বড়শাল গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায় না। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেলে তার পরিবার মেজিয়া থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ লেখান । তারপর হঠাৎই আজ সকালে রবীন্দ্রনাথ কুন্ডুর মৃতদেহটি দামোদরের একটি উপনদী তে ভাসতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় মেজিয়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। রবীন্দ্রনাথ কুন্ডুর পরিবার দেহটি শনাক্ত করার পর ,দেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here