তীব্র গরমে ও ভোটের সময় ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের তীব্র সংকটতীব্র গরমে ও ভোটের সময় ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের তীব্র সংকট

0
195

নরেশ ভকত:::২৪ঘন্টা লাইভ:::৬,এপ্রিল ::: বাঁকুড়াঃ ::;:তীব্র গরমে ও ভোটের সময় ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের তীব্র সংকট কিছুটা মেটাতে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর আহ্বানে বড়জোড়ার বিখ্যাত চা এর দোকান গ্রুপ অফ সুমন tea stall এর উদ্যোগে বড়জোড়ার যুবক বৃন্দ আজ সুমনের চা এর দোকানে একটি রক্তদান শিবির করে। শিবির টি প্রদীপ জ্বালিয়ে উদবোধন করে একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা মেয়ে।

শিবিরে মোট ৫০জন যুবক রক্তদান করেন। দলমত নির্বিশেষে সবাই এই মহৎ কাজে এগিয়ে আসে। ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সম্পাদক কাঞ্চন বিদ ও সুমন টি স্টলের মালিক সুমন দাস প্রত্যেক কে অভিনন্দন জানান। পাশাপাশি কাঞ্চন বিদ  বড়জোড়া চৌমাথা মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে রক্ত দানের ব্যাপারে সচেতনতা বার্তা দেন তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়  ৷ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন বিদ  তিনি নিজে মাইক এর মাধ্যমে বড়জোড়া চৌমাথা রক্ত দানের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতনতা বার্তা দেন

তিনি বলেন অসহায় সাধারন মানুষদের পাশে দাঁড়াতে সকলে রক্ত দান করুক মানুষ হয়ে মানুষের জন্য কাজ করব এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বড়জোড়ার  সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ৷রেশ ন ভকব্র গরমে ও ভোটের সময় ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের তীব্র সংকট কিছুটা মেটাতে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর আত, বাঁকুড়াঃ তীহ্বানে বড়জোড়ার বিখ্যাত চা এর দোকান গ্রুপ অফ সুমন tea stall এর উদ্যোগে বড়জোড়ার যুবক বৃন্দ আজ সুমনের চা এর দোকানে একটি রক্তদান শিবির করে।

শিবির টি প্রদীপ জ্বালিয়ে উদবোধন করে একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা মেয়ে। শিবিরে মোট ৫০জন যুবক রক্তদান করেন। দলমত নির্বিশেষে সবাই এই মহৎ কাজে এগিয়ে আসে। ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সম্পাদক কাঞ্চন বিদ ও সুমন টি স্টলের মালিক সুমন দাস প্রত্যেক কে অভিনন্দন জানান। পাশাপাশি কাঞ্চন বিদ  বড়জোড়া চৌমাথা মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে রক্ত দানের ব্যাপারে সচেতনতা বার্তা দেন তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়  ৷

ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন বিদ  তিনি নিজে মাইক এর মাধ্যমে বড়জোড়া চৌমাথা রক্ত দানের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতনতা বার্তা দেন তিনি বলেন অসহায় সাধারন মানুষদের পাশে দাঁড়াতে সকলে রক্ত দান করুক মানুষ হয়ে মানুষের জন্য কাজ করব এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বড়জোড়ার  সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ৷
:

নরেশ ভকত:::২৪ঘন্টা লাইভ:::৬,এপ্রিল ::: বাঁকুড়াঃ ::;:তীব্র গরমে ও ভোটের সময় ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের তীব্র সংকট কিছুটা মেটাতে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর আহ্বানে বড়জোড়ার বিখ্যাত চা এর দোকান গ্রুপ অফ সুমন tea stall এর উদ্যোগে বড়জোড়ার যুবক বৃন্দ আজ সুমনের চা এর দোকানে একটি রক্তদান শিবির করে। শিবির টি প্রদীপ জ্বালিয়ে উদবোধন করে একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা মেয়ে।

শিবিরে মোট ৫০জন যুবক রক্তদান করেন। দলমত নির্বিশেষে সবাই এই মহৎ কাজে এগিয়ে আসে। ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সম্পাদক কাঞ্চন বিদ ও সুমন টি স্টলের মালিক সুমন দাস প্রত্যেক কে অভিনন্দন জানান। পাশাপাশি কাঞ্চন বিদ  বড়জোড়া চৌমাথা মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে রক্ত দানের ব্যাপারে সচেতনতা বার্তা দেন তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়  ৷ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন বিদ  তিনি নিজে মাইক এর মাধ্যমে বড়জোড়া চৌমাথা রক্ত দানের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতনতা বার্তা দেন

তিনি বলেন অসহায় সাধারন মানুষদের পাশে দাঁড়াতে সকলে রক্ত দান করুক মানুষ হয়ে মানুষের জন্য কাজ করব এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বড়জোড়ার  সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ৷রেশ ন ভকব্র গরমে ও ভোটের সময় ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের তীব্র সংকট কিছুটা মেটাতে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর আত, বাঁকুড়াঃ তীহ্বানে বড়জোড়ার বিখ্যাত চা এর দোকান গ্রুপ অফ সুমন tea stall এর উদ্যোগে বড়জোড়ার যুবক বৃন্দ আজ সুমনের চা এর দোকানে একটি রক্তদান শিবির করে।

শিবির টি প্রদীপ জ্বালিয়ে উদবোধন করে একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা মেয়ে। শিবিরে মোট ৫০জন যুবক রক্তদান করেন। দলমত নির্বিশেষে সবাই এই মহৎ কাজে এগিয়ে আসে। ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সম্পাদক কাঞ্চন বিদ ও সুমন টি স্টলের মালিক সুমন দাস প্রত্যেক কে অভিনন্দন জানান। পাশাপাশি কাঞ্চন বিদ  বড়জোড়া চৌমাথা মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে রক্ত দানের ব্যাপারে সচেতনতা বার্তা দেন তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়  ৷

ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন বিদ  তিনি নিজে মাইক এর মাধ্যমে বড়জোড়া চৌমাথা রক্ত দানের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতনতা বার্তা দেন তিনি বলেন অসহায় সাধারন মানুষদের পাশে দাঁড়াতে সকলে রক্ত দান করুক মানুষ হয়ে মানুষের জন্য কাজ করব এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বড়জোড়ার  সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ৷
:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here