দক্ষিণবঙ্গে কবে আসতে চলেছে অভিমানী বর্ষা?

0
52

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২৭ জুন ২০২৪; নিজের খামখেয়ালি মতো মেঘের লুকোচুরির শেষে মাস ঘুরতেই দক্ষিণবঙ্গে নামবে ভারী বৃষ্টি। এমনটাই আশঙ্কা করছে আলিপুর হওয়া অফিস।

যদিও আজ বৃহস্পতিবার সকালে কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও চড়া রোদ। তবে আবহাওয়ার এই খামখেলায়িপনার মাঝেই দক্ষিণবঙ্গে চার জেলায় শীঘ্রই আসতে চলেছে ভারী বৃষ্টি। এমনতাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। এদিকে আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ প্রায় ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় আলিপুরে কোনও বৃষ্টি হয়নি। তবে আজ শহরে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

পাশাপাশি কলকাতা সহ আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে বার্তা হাওয়া অফিসের।দক্ষিণবঙ্গের সর্বত্র আজ বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু জাগায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে।তবে, মাস ঘুরতেই অর্থাৎ জুলাই এর শুরুতেই তীব্র দাবদাহ কাটিয়ে আসতে পারে স্বস্তির নিশ্বাস। জুলাই এর প্রথম থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হবে বৃষ্টি, এমনটাই জানালেন হওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here