দিঘায় ফের ‘বিরাট’ ব্যাপার, দেখতে দলে দলে ছুটলেন পর্যটকেরা

0
585

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৭ ফেব্রুয়ারি :: দিঘা :: দিঘায় বৃহদাকার মাছ ওঠা কোনও নিত্য নতুন ব্যাপার না। প্রায়ই স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বিশাল বিশাল সব মাছ। কিন্তু তাই বলে ৫০০ কেজি! বুধবার দিঘায় সমুদ্র থেকে মোহনায় উঠল দুটি বৃহত আকৃতির চিল শঙ্কর।

স্থানীয় সূত্রে দাবি, দুটি মাছের একএকটির ওজন ৫০০ কেজির কাছাকাছি। দুটি মাছের মোট ওজন প্রায় ৯ কুইন্টাল বা ৯০০ কেজিরও বেশি। মাছ ধরার পড়ে দিঘা মোহনায় মৎস্য মার্কেটে ভূবন বেরার দোকানে মাছ দুটি বিক্রির জন্য মৎস্যজীবীরা নিয়ে আসা হয়।

ওই দোকান থকে মাছ দুটি কিনে নেন হরেকৃষ্ণ নামে এক ব্যক্তি। দুটি মাছের মোট দাম হয় ৪০ হাজার টাকা। এর মধ্যে একটি মাছের দাম ধার্য হয় ২২ হাজার টাকা, অন্যটির দাম ২৮ হাজার টাকা।

এই বিশাল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বেশ কিছু মানুষ ও পর্যটকেরা ভিড় জমান মোহনার মার্কেটে। এর আগেও একাধিকবার মোহনা মার্কেটে মৎসজীবীরা এমন বিশাল মাছ এনেছেন এই মার্কেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here