দিল্লির বিধান সভায় গোপন সুড়ঙ্গের হদিশ জুড়ছে লালকেল্লায় – স্তম্ভিত ভারতবাসী !!

0
273

রাজীব গুপ্তা   :: সমাচার সাতদিন :: ৩রা সেপ্টেম্বর :: নয়াদিল্লি :: আজ আচমকাই দিল্লির বিধান সভার অধিবেশন কক্ষে হদিস মেলে এক সাড়ে তিন কিলোমিটার লম্বা এক সুড়ঙ্গের যেটি বিধানসভার অধিবেশন কক্ষ থেকে লালকেল্লা পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে । দিল্লি বিধান সভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষ্যাৎকারে জানিয়েছেন যে মনে করা হচ্ছে যে এই সুড়ঙ্গটি ব্রিটিশ তৈরী করা হয়েছিল

অধ্যক্ষ রামনিবাস গোয়েল জানিয়েছেন যে এর ঐতিহাসিক স্পষ্টতা এখনো জানা যায়নি তবে মনে করা হচ্ছে যে সম্ভবত ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে জনরোষ থেকে বাঁচতেই এই সুড়ঙ্গের নির্মাণ করা হয়েছিল । এই বিষয়ে আরও বিস্তৃত জানার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে ।

অধ্যক্ষ গোয়েল আরও জানিয়েছেন এই সুড়ঙ্গের বিস্তৃত তথ্য পাবার পরই আগামী বছৰ ১৫ই আগস্ট থেকে এই সুড়ঙ্গ পথটি জনতার জন্য উন্মুক্ত করা হতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here