দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩ শতাধিক মৃত্যু – স্বাস্থ্য মন্ত্রণালয় এর রিপোর্ট

0
245

২৪ ঘন্টা লাইভ নিউজ ব্যুরো :: ২৯শে মার্চ :: কোলকাতা :: শনিবার করোনায় এ বছরে সর্বোচ্চ ৬২ হাজার ৭১৪ জন আক্রান্ত এবং তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৯ লাখ ৭১ হাজার ৬২৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

করোনা সংক্রমণ ধারাবাহিক বৃদ্ধি পেয়ে ১৮ তম দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৩১০ জন, যা মোট আক্রান্তের ৪.০৬ শতাংশ এবং পুনরুদ্ধার হার কমে দাঁড়িয়েছে ৯৯.৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭১৪ জন, যা ২০২০ সালের ১৬ অক্টোবরের পরে সর্বোচ্চ। সংক্রমণের সংখ্যা বেড়েছে এক লাখ ৬১ হাজার ৫৫২ জন। গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর একদিনে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ১৬ অক্টোবর একদিনে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৬৩ হাজার ৩৭১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here