নদী থেকে উদ্ধার হওয়া কালীর মূর্তি নিয়ে পুজোয় মাতল গ্রামবাসীরা গাইঘাটা থানার নারকেল গ্রামে

0
154

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ ::২৬ই জুলাই ::গাইঘাটা :: উত্তর 24 পরগনার গাইঘাটা থানার নারকেল গ্রামে বাসিন্দারা খবর পায় যমুনা নদীতে কচুরিপানা তুলতে গিয়ে কয়েকজন শ্রমিক একটি কালী মায়ের মূর্তি পেয়েছে। পরবর্তীতে তারা আবার সেটিকে জলে ফেলে দিয়েছে। সেই খবর পাওয়ার পরে গ্রামের কয়েকজন আজ সকালে নদীতে নামেন মূর্তি খুঁজতে। নদী থেকে মূর্তিটি তুলে পুজোয় মাতেন গ্রামবাসীরা। মূর্তি পাওয়ার খবর চাউর হতেই আশেপাশের গ্রামের লোকেরা মূর্তি দেখতে ভিড় জমায়।

তাদের দাবি এই মূর্তিটি পাথরের তৈরি এবং অন্য সমস্ত মূর্তি থেকে এই মূর্তিটি দেখতে কিছুটা অন্যরকম। তাদের বিশ্বাস কিছুদিন যাবত তারা ভাবছেন এলাকার শিব মন্দিরের পাশে কালী মায়ের পুজো করবেন। তারপরে এই মূর্তি দর্শন। মা চাইছেন এখানে পূজিত হওয়ার জন্য। সেই কারণেই দর্শন দিয়েছেন তাদের। গ্রামে একটি মন্দির করে প্রতিবছর মূর্তিটির পুজো করবেন বলে জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here