নবান্ন অভিযানে রক্তাক্ত সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব, দিলেন পাশে থাকার আশ্বাস

0
60

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২৯ আগস্ট ২০২৪; নবান্ন অভিযানে রক্তাক্ত পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব বি পি গোপালিকা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন নবান্নে যাওয়ার আগে দেবাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন তিনি। আশ্বাস দেন, যে কোনও পরিস্থিতিতে রাজ্য তাঁর এবং পরিবারের পাশে রয়েছে।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহর-শহরতলির বিভিন্ন এলাকা। বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা।

পালটা লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান। পালটা আক্রমণ করে আন্দোলনকারীরা।

Standard Glass House

আক্রামণ-পালটা আক্রমণে জখম হন একাধিক পুলিশকর্মী। তাঁদের মধ্যেই একজন হলেন দেবাশিস চক্রবর্তী।

উল্টোদিক থেকে আসা গাড়িতে থাকা আন্দোলনকারীদের ছোড়া ইটে গুরুতর জখম হয় দেবাশিসবাবুর বাঁ চোখ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, চোট গুরুতর।

পরবর্তীতে চোখে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশকর্মীর বা চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সকালে দেবাশিসকে দেখতে হাসপাতালে যান মুখ্যসচিব বি পি গোপালিকা।

Add : Subham Medica

জখম পুলিশকর্মীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি খোঁজ নেন চোখের। জানা গিয়েছে, যে কোনও পরিস্থিতিতে ওই পুলিশকর্মীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here