নিম্নচাপের জেরে ধেয়ে আসছে বৃষ্টি, একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখাও

0
120

২৪ ঘন্টা লাইভ/নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ১ জুলাই ২০২৪; অবশেষে বৃষ্টির স্পষ্ট সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সপ্তাহে।

বিশেষত বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ।

একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই তিনের প্রভাবে এবার বৃষ্টি অনিবার্য। বুধবার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়।

গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকেই ভারী বৃষ্টির শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই। বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here