নিরাপত্তা বলয় ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর হাতে খাম দিতে গেলেন তৃণমূল কাউন্সিলর, থানায় নিয়ে গেল পুলিশ

0
58

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২৪ সেপ্টেম্বর ২০২৪; নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে প্রায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে।

হাত বাড়িয়ে মমতাকে বাদামি রঙের খাম এগিয়ে দিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা হাতে নেননি।

মমতার গাড়ি এগিয়ে যাওয়ার পর নিয়মভাঙার অভিযোগে ওই কাউন্সিলরকে থানায় নিয়ে গেল পুলিশ।

Krishna Construction

মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিকেলে তাঁর কনভয় যখন হুগলির ডানকুনি টোল প্লাজ়া দিয়ে যাচ্ছে, তখনই ডানকুনি পুরসভার এক কাউন্সিলর চলে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে।

Panch foron

মুখ্যমন্ত্রী বসেছিলেন গাড়িচালকের পাশের আসনে।

Standard Glass House

উইন্ডস্ক্রিন দিয়ে হাত বাড়িয়ে একটি খাম এগিয়ে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়।

কিন্তু খামটি মুখ্যমন্ত্রী হাতে নেননি। বরং ইশারা করে তাঁকে পিছনের দিকে যেতে বলেন।

ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।

Add : Subham Medica

পুলিশ সূত্রের খবর, ওই ঘটনার পরেই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয়।

Add : R Chandra Jrs

মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার বলয় ডিঙিয়ে কেন তিনি সামনে চলে গেলেন, তা জানতে চেয়েছে পুলিশ।

কাউন্সিলর কী জবাব দিয়েছেন তা এখনও জানা যায়নি। তা ছাড়া ওই খামে কী ছিল, সেটাও অজানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here