নির্দেশ থাকলেও তা মানছেন না অনেক দোকানদার পুলিশ এর পক্ষ থেকে বেশ কয়েক জনকে আটক এবং ফাইন করা হয়েছে।

0
177

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ১০ই,মে :: পূর্ব মেদিনীপুর :: জেলায় দিনের-পর-দিন করোনা পজিটিভ সংখ্যা বাড়ছে পাশাপাশি মৃত্যুর মিছিলও বাড়ছে। তারপরেও এখনো পর্যন্ত মানুষ সচেতন নয়। বাজার হাটে মানুষের ভিড় দেখার মত। সরকারের তরফ থেকে সচেতনতা কারার চেষ্টা কোরলেও সাধারণ মানুষ শুনছেনা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বেশ কয়েক জনকে আটক এবং ফাইনও করা হয়েছে।

মানুষকে সচেতন করার জন্য পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে চাহিদা মতো ভ্যাকশিন নেই হাসপাতালে। তা নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫ টা থেকে ৭টা দোকান খোলা থাকবে। সময়ের নির্দেশ থাকলেও তা মানছেন না অনেক দোকানদার। প্রশাসনের তরফ থেকে বলা হলেও মাক্স না পরে অনেকেই বাইরে বেরোচ্ছেন।সাধারণ মানুষ সচেতন না হলে বাড়বে করোনা সংক্রমণ। পাশাপাশি বাড়বে মৃত্যুর সংখ্যাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here