নির্বাচনী ফলাফল প্রকাশের পর হিংসামূলক ঘটনা এড়াতে প্রশাসনের দ্বারস্থ হলেন জিতেন্দ্র তেওয়ারি

0
195

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ ওয়াসিম খান / আসানসোল / ৬ জুন ২০২৪; সদ্যই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। আর নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই আসানসোল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঘটে চলেছে বিভিন্ন হিংসাত্মক ঘটনা।

তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি, এসব ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার কথাও উল্লেখ করছেন বিজেপি নেতৃত্ব।

এই পরিস্থিতিতে, প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি নিকটবর্তী থানায় প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

আইনের শাসন কঠোরভাবে যাতে পালন করা যায় সেই বিষয়টিতে নজর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here