পরিবেশ রক্ষার তাগিদে প্রসাদ বিতরণের সময় চারা গাছ বিলি করলেন ।

0
633

নিজস্ব সংবাদদাতা::২৪ ঘণ্টা লাইভ::৩০ জানুয়ারি::
পুরুলিয়া:: সরস্বতী পুজোর দিন বৃক্ষ রোপন করা মঙ্গলসূচক। সেই অভিনব রীতি পালন হল এবার পুরুলিয়ার এক স্কুলে। সরস্বতী পুজোর প্রসাদের সঙ্গে গাছের চারা বিলি করে নজর কাড়ল ঝালদার কলেজ। পুরুলিয়ার ঝালদা অচ্ছ্ররাম মেমোরিয়াল কলেজ বুধবার তাদের সরস্বতী পুজো শেষে প্রসাদ বিতরণের সময় দর্শনার্থীদের চারা গাছ বিলি করে সকলের মন জয় করে নিল।

কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র-সংসদের এই উদ্যোগ ইতিমধ্যেই বৃক্ষরোপণের বার্তা দিয়ে প্রশংসা কুড়োল। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আবহাওয়া পরিবর্তনের ফল ভুগছে এই রুক্ষ্ম প্রকৃতির জেলা। কয়েকবছর ধরেই এই জেলায় গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে ক্রমশ। ফলস্বরূপ, বর্ষা আসতেও দেরি হচ্ছে। এমনকী, শীতকালেও বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে চলছে অবাধে গাছ কাটা। তাই কলেজের এই ছাত্র সংসদ সরস্বতী পুজোর প্রসাদ বিলির মধ্য দিয়েই পরিবেশকে রক্ষা করার এই অভিনব বার্তা দেওয়ার উদ্যোগ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here